Friday, October 28, 2011

দেশের জন্য সুনাম বয়ে এনেছে ভারটেক্স এন্ড ডেকর

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পণ্যের মানের প্রতি অঙ্গীকার নিশ্চিত করে দেশের জন্য এবার সুনাম বয়ে এনেছে ভারটেক্স এন্ড ডেকর। ২৪ অক্টোবর প্যারিসে এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন ভারটেক্স এন্ড ডেকরের প্রধান সৈয়দ খালিদ হোসেন।

বিশ্বের হাজারো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশের এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটি ২৫তম স্থান লাভের গৌরব অর্জন করেছে। পেয়েছে কিউসি স্টার গোল্ড অ্যাওয়ার্ড ২০১১। স্পেনের মাদ্রিদভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিজনেস ইনিশিয়েটিভ ডাইরেকশন (বিআইডি) এ পুরস্কারের আয়োজন করে।

খালিদ হোসেনের হাতে পুরস্কারটি তুলে দেন বিআইডি’র প্রেসিডেন্ট হোসে ই পিয়েট্রো। ভারটেক্স এন্ড ডেকর বাংলাদেশে টেক্সটাইল খাতে একমাত্র প্রতিষ্ঠান, যেটি আন্তর্জাতিক মানের এই পুরস্কার জিতলো।

এ প্রসঙ্গে সৈয়দ খালিদ হোসেন বাংলানিউজকে বলেন, ‘এটি একটি বড় অর্জন। দেশের জন্য সম্মান বয়ে আনতে পেরে আমি গর্বিত।’

দেশের হাসপাতালগুলোতে মানসম্মত টেক্সটাইল পণ্য (হসপিটাল লিনেন, টাওয়ায়েল, অ্যাপারেলস, রোল ফেব্রিকস) সরবরাহ করে ভারটেক্স এন্ড ডেকর। ২০০২ সাল থেকে প্রতিষ্ঠানটি এসব পণ্য উৎপাদন, রপ্তানি ও আমদানি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। ইউরোপীয় দেশসমূহ, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে এসব পণ্য রপ্তানি করে ভারটেক্স এন্ড ডেকর।

বাংলাদেশ সময় ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১

No comments: